নতুন বাস পেল তিতুমীর কলেজ শিক্ষার্থীরা

পারভেজ দেওয়ান পারভেজ দেওয়ান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

রাজধানীসহ দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ। প্রতিষ্ঠানটিতে ৫৮ হাজার শিক্ষার্থীর পদচারণা চোখে পড়ে। এসব শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য নতুন একটি বাস দেওয়া হয়েছে। বাদুড়ঝোলা হয়ে বাসে করে আর ঘরে ফিরতে হবে না।

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বিআরটিসি ভবনে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেনের কাছে বাসটি হস্তান্তর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন- কলেজটির বাংলা ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান কামরুন নাহার মায়া, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।

সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে বাসটির উদ্বোধন করবেন বলে জানান সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন।

বাসটি কোন রোডে চলবে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমরা শিক্ষকরা সবাই বসে সিদ্ধান্ত নেব কোনো রোডে দেওয়া যায়। তবে উত্তরার দিকে আমাদের শিক্ষার্থী সংখ্যা বেশি থাকায় ওই রোডে একটা বাস দেওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা মিরপুর রোডে আমাদের যে বাসটি রয়েছে সেটি উত্তরা রোডে দিয়ে বিআরটিসি বাসটি মিরপুর রোডে দেওয়ার সম্ভাবনা আছে।