শিবগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের  জন্মাষ্টমী উদযাপন

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বগুড়া শিবগঞ্জ উপজেলায় পূজা উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলা কেন্দ্রীয় বানাইল বারোয়ারী দূর্গা মন্দির চত্বরে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানুর সভাপতিত্বে ও আশিষ কুমার রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত, চেয়ারম্যান জাহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল চন্দ্র অধিকারী, সম্পাদক কাজল চন্দ্র দাস, মন্দির কমিটির সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ন দাস সংগ্রাম, ডা. মোহন লাল কানু, সমর কুমার গোবিন্দ, শ্যামল চন্দ্র মোদক, পলটন কুমার, ডা. অসিম কুমার মৃনালসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তগণ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালী, মঙ্গল আরতি, শ্রীকৃষ্ণের জীবনের উপর কৃর্তন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।