জাপায় সমঝোতার চেষ্টা, দুই পক্ষের বৈঠক

প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯

বিরোধ মেটাতে ও দলে ভাঙ্গন ঠেকাতে জাতীয় পার্টিতে (জাপা) কলহে লিপ্ত দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতার লক্ষ্যে রওশন এরশাদ ও জিএম কাদের বলয়ের কয়েক নেতা শনিবার রাতে রাজধানীর বারিধারা ক্লাবে দীর্ঘ বৈঠক করেছেন।

 

এই সমঝোতা বৈঠকে জিএম কাদেরের পক্ষে ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

আর রওশন বলয়ের পক্ষে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু এমপি, ফখরুল ইমাম এমপি, এসএম ফয়সল চিশতি ও সেলিম ওসমান এমপি।

 

জিয়াউদ্দিন বাবলু ও আবু হোসেন বাবলা দুজনই টাইমস বিডিকে জানান, তারা দলের ঐক্য চান, এজন্যই সমঝোতার চেষ্টা করছেন।

এদিকে সমঝোতার উদ্যোগের কারণে রংপুরে প্রার্থী ঘোষণা করেনি কোনো পক্ষ। এছাড়া সংসদ অধিবেশনের আগে রবিবার পার্লামেন্টারি পার্টির বৈঠক ডেকেছেন রওশন এরশাদ। বৈঠকে যোগ দিতে জিএম কাদেরকে ‘কো-চেয়ারম্যান’ উল্লেখ করে চিঠি দিয়েছেন তিনি।