
ড. কামাল হোসেন। ফাইল ছবি
চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। চিকিৎসা শেষে কয়েকদিনের মধ্যেই তিনি দেশে ফেরার কথা রয়েছে।
শনিবার রাতেই সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারি হামীম।
তিনি বলেন, চিকিৎসা শেষে ড. কামাল ২৫ বা ২৬শে জানুয়ারি দেশে ফিরবেন।