
ফেসবুক নিয়ে চরম বিরক্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।ফেসবুক ব্যবহারের কারণে বিভিন্ন সময়ে নানা বিব্রতকর সমস্যার সম্মখীন হয়েছেন তিনি।তাই শেষমেশ ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছেন তিনি।
ন্যান্সি বলেন,বর্তমান সময়ে ফেসবুক যোগাযোগের অন্যতম মাধ্যম।তবে ফেসবুক আমরা বেশি ‘মিসইউজ’ করছি। ফেসবুকে প্রাইভেসি বলেও কিছু থাকছে না।
ফেসবুকে আমার অসংখ্য ফেক আইডি রয়েছে উল্লেখ্য করে ন্যান্সি বলেন, ফেসবুকে আমার অসংখ্য ফেক আইডি আছে।ফেক আইডিড নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।অনেকে ফেক আইডির সঙ্গে চ্যাট করে। দেখা হলে মন্তব্য করেন, আমাকে চেনেন আমি তো আপনার ফেসবুক ফ্রেন্ড। আপনার সঙ্গে চ্যাট করি। এসব ফেক অ্যাকাউন্ট থেকে সবাইকে সাবধান থাকতে আহ্বান করেছেন ন্যান্সি। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বলেন, ফেসবুকে অনেকে না বুঝে বাজে মন্তব্য করেন।এ জন্য ফেসবুক ব্যবহার করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুক আসলে আসক্তি ছাড়া কিছু না।আমি গানে ও পরিবারে সময় দিতে চাই।