জামালপুর জেলা আ. লীগ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ বিকেলে জেলা আওয়ামী লীগের সভায় মুরাদ হাসানকে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় ভাবমূর্তি নষ্ট ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তার বিষয়ে নেওয়া এ সিদ্ধান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে পাঠানো হবে।

ডা. মুরাদ হাসান জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন।

এর আগে এ বিষয়ে বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘আমি যতদূর জানি জামালপুর জেলা আওয়ামী লীগ একটি সভা ডেকেছে। সে সভায় ডাক্তার মুরাদের বিষয়টি প্রধান আলোচ্যসূচি। তারা সম্ভবত তাকে দল থেকে অব্যাহতি দেবে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যপদের বিষয়ে তিনি জানান, বিষয়টি কেন্দ্রীয়ভাবে দেখা হবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় সে বিষয়ে আলোচনা হবে।