ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল

প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

১১ হাজার ৬২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন নুর। তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

জিএস পদে ছাত্রলীগের রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট হয়ে বিজয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পান ৬ হাজার ৬৩ ভোট।

এছাড়া এজিএস পদে জয়ী হয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ১৫ হাজার ৩০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন পেয়েছেন ৫ হাজার ৮৯৬ ভোট।

ডাকসু নির্বাচনের ফলাফল

ক্রম ভিপি জিএস এজিএস
নুরুল হক নুরু (কোটা সঃ) গোলাম রব্বানী (ছাত্রলীগ) সাদ্দাম হোসেন (ছাত্রলীগ)

হল সংসদ নির্বাচনের ফলাফল

ক্রম হল ভিপি জিএস এজিএস
সলিমুল্লাহ মুসলিম হল মুজাহিদ কামাল উদ্দিন (ছাত্রলীগ) জুলিয়াস সিজার তালুকদার (ছাত্রলীগ) নওশের আহমেদ (ছাত্রলীগ)
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্ হল হোসাইন আহম্মদ সোহান (ছাত্রলীগ) ইরফানুল হাই সৌরব (ছাত্রলীগ)
জগন্নাথ হল উৎপল বিশ্বাস (ছাত্রলীগ) কাজল দাশ (ছাত্রলীগ) অতুনু বর্মন (ছাত্রলীগ)
ফজলুল হক মুসলিম হল মাহমুদুল হাসান তমাল (স্বতন্ত্র) মাহফুজুর রহমান (ছাত্রলীগ) সাহিনুর রহমান (ছাত্রলীগ)
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সাইফুল্লাহ আব্বাসি অনন্ত (ছাত্রলীগ) তৌফিকুল ইসলাম (স্বতন্ত্র) সুরাপ মিয়া (ছাত্রলীগ)
রোকেয়া হল ইশরাত জাহান তন্বী (ছাত্রলীগ) সায়মা আক্তার প্রমী (ছাত্রলীগ)
মাস্টারদা সূর্যসেন হল মারিয়াম জামান খান সোহান (ছাত্রলীগ) সিয়াম রহমান (ছাত্রলীগ) মোরশেদ সালাম (ছাত্রলীগ)
হাজী মুহম্মদ মুহসীন হল শহিদুল হক শিশির (ছাত্রলীগ) মেহেদী হাসান মিজান (ছাত্রলীগ) সাদিল আব্বাস (ছাত্রলীগ)
শামসুন নাহার হল শেখ তাসনিম আফরোজ (স্বতন্ত্র) আফসানা ছপা (স্বতন্ত্র) ফাতিমা আক্তার (স্বতন্ত্র)
১০ কবি জসিম উদ্দীন হল মো. ফরহাদ আলী (ছাত্রলীগ) ইমাম হাসান (ছাত্রলীগ) সাইফুল ইসলাম (ছাত্রলীগ)
১১ স্যার এ. এফ. রহমান হল আব্দুল আলীম খান (ছাত্রলীগ) আব্দুর রহিম সরকার (ছাত্রলীগ) আল আমিন (ছাত্রলীগ)
১২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আকমল হোসেন (ছাত্রলীগ) মো. মেহেদী হাসান শান্ত (ছাত্রলীগ) মো. জুলফিকার হাসান (ছাত্রলীগ)
১৩ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শরিফুল ইসলাম শাকিল (ছাত্রলীগ) হাসিবুল হোসেন শান্ত (ছাত্রলীগ) আব্দুল্লাহ আল মুমিন আবির (ছাত্রলীগ)
১৪ বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল সুস্মিতা কুণ্ডু (ছাত্রলীগ) সাগুপ্তা বুশরা (স্বতন্ত্র)
১৫ অমর একুশে হল মো. মেহেদী হাসান সুমন (ছাত্রলীগ) আহসান হাবীব আলিফ আল আহমেদ
১৬ বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল রিকি হায়দার আশা (স্বতন্ত্র) সারা বিনতে জামাল (ছাত্রলীগ) সাবরিনা স্বর্ণা (ছাত্রলীগ)
১৭ বিজয় একাত্তর হল সজীবুর রহমান সজীব (ছাত্রলীগ) আহসান নাজমুল হাসান নিশান (ছাত্রলীগ) মুহাম্মদ আবু ইউনুস (ছাত্রলীগ)
১৮ কবি সুফিয়া কামাল হল তানজিনা আক্তার সুমা (স্বতন্ত্র) মুনিরা শারমিন (স্বতন্ত্র)