সরকারের হাতে দেশের মানুষের জীবন নিরাপদ নয়: মান্না

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ২৪ জনের মৃত্যু প্রসঙ্গ তুলে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের হাতে দেশ নিরাপদ নয়; দেশের মানুষের জীবন নিরাপদ নয়। সরকার নিজেদের দায় এড়াতে এবং অযোগ্য, দুর্নীতিবাজ কর্মকর্তাদের রক্ষা করতে এই ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করছে।

সোমবার এক বিবৃতিতে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মৃত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘এটিকে দুর্ঘটনা বলা যায় না। গ্যাস লিকেজের ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ তিতাসকে জানানোর পরও ৫০ হাজার টাকা ঘুষ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেয়নি। এখন সরকারের পক্ষ থেকে তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে লোকদেখানো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিতাসের এই অব্যবস্থাপনার দায় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। এই দায় সরকারের।’

মান্না বলেন, ‘যখনই কোনো অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা সামনে আসে, তখনই কিছু কর্মকর্তা-কর্মচারীদের ঘাড়ে সেই দায় চাপিয়ে সরকারের ব্যর্থতা আড়ালের চেষ্টা করা হয়। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায় তো তাদের নিতে হবে।’

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী বলেছেন- এই মসজিদ অবৈধ। এক যুগ ক্ষমতায় থাকার পর এতদিনে এসে তিনি এই মসজিদকে অবৈধ বলছেন। এতদিন কোথায় ছিলেন তিনি? মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনে গঠিত অবৈধ সরকারের অবৈধ প্রতিমন্ত্রীর মুখে একটি ধর্মীয় উপাসনালয় নিয়ে এই ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

মান্না আরও বলেন, ‘এই সরকারের হাতে দেশের অর্থনীতিও নিরাপদ নয়। গুম-খুন, মেজর সিনহার মতো অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যা, মসজিদে পুড়ে মানুষের মৃত্যু, সরকারি দলের নেতাকর্মীদের হাতে সরকারি কর্মকর্তার আহত হওয়া- এই সবকিছু থেকে মুক্তি পেতে জনগণকে অবৈধ, সকল ক্ষেত্রে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সরকার, জনগণের প্রতিনিধিত্বশীল নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, দেশের অর্থনীতিতে বাঁচাতে সকল বিরোধী রাজনৈতিক ও সামাজিক শক্তি এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছি।’