শাবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের মাস্ক বিতরণ ও সচেতনতা ক্যাম্পেইন

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

সারাদেশে করোনার ভাইরাসে ছড়াছড়ি। সরকার সারাদেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

তেমনি শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন।

সম্পূর্ণ ক্যাম্পাস এখন নিরব থমথমে পরিবেশ তৈরি হয়েছে । কেউ মাস্ক পড়ে হাটছে ,কে মাস্ক না পড়েই হাটতেছে। কেউ সচেতন, কেউ সচেতন থাকার  সত্ত্বেও মাস্কের অভাবে মাস্ক ব্যাবহার করতে পারছেন না।

তাই শাবিপ্রবি শাখার ছাত্র অধিকার পরিষদ উদ্যোগে শুরু হয় মাস্ক বিতরণ ও করোনা সচেতনতা ক্যাম্পেইন।

আজ  ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল  ১০:৪৫ মিনিটে ছাত্র অধিকার পরিষদের মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতা মূলক ক্যাম্পেইন শুরু করে।

শাবিপ্রবি গেইটে প্রথমে শুরু করে এই ক্যাম্পেইন ।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিপন মাহমুদ টাইম বিডিকে বলেন, “সবাই যেন সচেতন থাকে, কোন প্রয়োজন ছাড়া যেন বাহিরে না যায় “।

তিনি আরো বলেন ,”আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে,আর সবাইকে এই বিষয়ে সচেতন থাকতে হবে “।