রাবিতে ভর্তিতে সেকেন্ড টাইম রাখার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৫:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক সম্মান প্রথমবর্ষে দ্বিতীয়বার ভর্তির সুযোগ অব্যাহত রাখার দাবিতে মানববন্ধন ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।

নগরীর সিটি কলেজের শিক্ষার্থী তোকিও ওয়াসিফ এর সঞ্চালনায় রাজশাহী কলেজের শিক্ষার্থী অলিউল্লাহ বলেন, চলতি সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দুই-তৃতীয়াংশ শিক্ষার্থী দ্বিতীয়বার সুযোগ পেয়ে ভর্তি হয়েছে, তাহলে আমরা কেন বঞ্চিত হব?

এছাড়াও প্রতি বছর অনেক আসন ফাঁকা থাকে। দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেয়া হলে ফাঁকা আসনগুলোতে যোগ্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। তাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় সুযোগ রাখার দাবি জানান তারা।

এ ছাড়াও স্মারকলিপিতে বলা হয়, মেধাবী ছাত্রদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়া হয়। কিন্তু মেডিকেলে পড়ার ইচ্ছা যাদের নেই তাদের কেন উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হবে?

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া যুগান্তরকে বলেন, এটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় চালু আছে এমনটি নয়, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও চালু আছে।