বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টরের পদত্যাগ

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সহকারী প্রক্টর হুমায়ুন কবির পদত্যাগ করেছেন।

আজ (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের কয়েকটি স্থানে ‘উপাচার্য সমর্থিত দুর্বৃত্তদের’ হামলায় ৩০ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিক আহত হওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবির বিকেলে প্রক্টরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

হুমায়ুন কবির টাইমস বিডিকে বলেন, “দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আমি পদত্যাগ করেছি।”

“আমার ছাত্রদের ওপর হামলার পর নৈতিকভাবে আর এ পদে থাকতে পারি না”, বলেছেন তিনি।