বশেমুরবিপ্রবিতে আন্দোলন দমাতে আনসার বাহিনী দিয়ে গেইট বন্ধ করে দিয়েছে ভিসি।

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চেয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দীর্ঘ ৪৮ ঘন্টা ধরে  আমরণ অনশন করে আন্দোলন করে যাচ্ছে। কিন্ত ৪৮ ঘন্টা পার হয়ে যাবার পরব ভিসি খন্দকার নাসির উদ্দিন কোন বিবৃতি দেননি। বিপরীতে  আন্দোলন দমিয়ে রাখার জন্য রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে।

তারপরও শিক্ষার্থীরা আন্দোলন থামিয়ে রাখেনি। বরং আন্দোলন আরো জোরালো ভাবে শুরু হয়েছে।

ভিসি উপায় না পেয়ে আজ সকাল ৯.১৫ মিনিটে আনসার বাহিনী দিয়ে ক্যাম্পাসের পিছন গেইট বাঁশ দিয়ে  বন্ধ করে দিছে  যেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে না ডুকতে পারে ।

 

টাইমস বিডি ২৪ কে এক শিক্ষার্থী জানান , “ভার্সিটির পিছনে অনেক স্টুডেন্ট থাকে। কেউ যাতে আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে তাই প্রশাসন পিছনের রাস্তা আনসার বাহিনী দিয়ে অবরোধ করে রেখেছে।কিন্ত আমাদের এইসব করে দমাতে পারবেনা । উত্তরটা আমরাই দিবো ইনশাল্লাহ।

শিক্ষার্থীরা আরো জানান,বশেমুরবিপ্রবি এর ভিসি অপসারনের যৌক্তিক কারন সমূহ। তা নিচে তুলে ধরা হলো।

১. বিএনপি পন্থি দ্বিচারী
২.অশোভনীয় আচরন( ভয়েজ রেকর্ড)
৩.জিনিয়াসহ বেশ কয়েকজনকে ফেসবুকে লেখা নিয়ে বহিঃষ্কার
৪.অভিভাবকের সামনে অপমান,অর্ঘ্য হত্যা
৫. অনৈতিকভাবে শিক্ষক ও কর্মচারী নিয়োগ
৬.ভর্তি বানিজ্য
৭. বঙ্গবন্ধু মোরাল নির্মানে কালক্ষেপন, টাকার হিসাবে সমস্যা
৮. নারী কেলঙ্কারী জনিত বিষয়।
৯. ভিসি ভবনে সাজঘর।
১০ অতিরিক্ত ভর্তি ফি ও সেমিস্টার ফি
১১. বৃক্ষরোপনের নামে টাকা আত্মসাৎ( সর্বোচ্চ ১. ৫০ লক্ষ টাকার গাছের দাম ৬ লক্ষ বলা)
১২. গোবর নিয়ে ব্যাবসা
১৩. হেল্পার দিয়ে বাস ড্রাইভ করানো।