বগুড়ায় নেই ভোটার উপস্থিতি, দোলনায় দুলছেন কর্মীরা

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০১৯
বগুড়ার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ার দোলনায় দোল খেয়ে সময় অতিবাহিত করেছেন আনসার সদস্যরা

বগুড়ার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণে ভোটগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা ঘুমিয়ে, আড্ডা দিয়ে, শিশুদের দোলনায় দোল খেয়ে সময় অতিবাহিত করেছেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ জানান, তার কেন্দ্রে মোট ভোটার দুই হাজার ৪০০ জন। ছয় বুথে কাঙ্ক্ষিত ভোট পড়েনি। তাই তারা অলস সময় অতিবাহিত করেন। সাড়ে ৩ ঘণ্টায় ভোট সংগ্রহ হয়েছিল মাত্র ১৩টি।

ওই কেন্দ্রের মাঠে শিশুশিক্ষার্থীদের বিনোদনের জন্য দোলনা রয়েছে। ভোটার না থাকায় দুই আনসার সদস্যকে দোলনায় দোল খেতে দেখা যায়। সাংবাদিক দেখে তারা লজ্জা পান। এ ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।