বগুড়ায় নিরাপত্তাকর্মীর ঘুম!

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০১৯
ভোটার নেই, ঘুমিয়ে সময় পার করছেন আনসার সদস্যরা

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে সোমবার বগুড়ায় নিরুত্তাপ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার ১২ উপজেলার অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম।

দুপুর পৌনে ২টার দিকে শহরের নারুলী উত্তরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। এক আনসার সদস্যকে বারান্দায় বেঞ্চের ওপর ঘুমাতে দেখা যায়। ওই সময় পর্যন্ত এ কেন্দ্রে ভোট পড়ে মাত্র ২৮৪টি।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিখিল চন্দ্র বসাক সাংবাদিকদের জানান, তার কেন্দ্রে দুই হাজার ৮৪৪ নারী ভোটার।

আনসার সদস্য আবদুর রহিম জানান, ভোটার উপস্থিতি অনেক কম। বসে থেকে ক্লান্তি এসে যায়। তাই কেউ কেউ ঘুমিয়ে পড়েন।

আশপাশের কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি অনেক কম ছিল। কেন্দ্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের দেখা যায়। এছাড়া কেন্দ্রগুলোতে সরকারদলীয় ছাড়া অন্য প্রার্থীদের পোলিং এজেন্ট ছিল না।