বগুড়ায় বিদ্যালয় নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

বগুড়ার গাবতলী উপজেলার পাড়াবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ করা হয়েছে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে।

জানা যায়, ২৭ই জুলাই উক্ত প্রতিষ্ঠান উন্নয়ন কাজে এক নম্বর ইট ব্যবহার করার নিয়ম থাকলেও ৩ নম্বর ও ২ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। তখন বিদ্যালয় কমিটির সভাপতি ৭ নং ওয়ার্ড সদস্য মুঠোফোনে বলেন টাকা বিভিন্ন জায়গায় খরচ হয়ে গেছে ভাল ইট ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার জানান, দুই নম্বর দিয়ে কাজ করা হচ্ছে আপনারা দেখে যান।

এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্যের সাথে কথা বললে তিনি দুই নম্বর ইট ব্যবহার করার কথা স্বীকার করেন।

এ ব্যাপারে জানতে দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল জানান, আমি দেখেছি দুই নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। নিয়ম মানা হচ্ছে না।