প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালির অনুমতি পেয়েছে বিএনপি

প্রকাশিত: ৬:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৯

দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পূর্বঘোষিত র‌্যালির অনুমতি পেয়েছে বিএনপি।

 

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন র‌্যালির মৌখিক অনুমতি দেন।

২ সেপ্টেম্বর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি বের করবে দলটি।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, র‌্যালির অনুমতি চাইতে চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে আমরা দুই সদস্যের প্রতিনিধি দল মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।

 

তিনি আমাদের র‌্যালি করার মৌখিক অনুমতি দিয়েছেন। বিকাল ৪টার মধ্যে র‌্যালি শেষ করতে বলেছেন। তবে আমরা ৫টার মধ্যে শেষ করার কথা বলেছি।

১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওইদিন সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও বিকালে আলোচনা সভা করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলটির পক্ষ থেকে।

আর ২ সেপ্টেম্বর বেলা ২টা থেকে দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হবে, যা শান্তিনগর মোড় হয়ে আবার নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি সফল করতে ইতিমধ্যে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে প্রস্তুতিমূলক একাধিক বৈঠক করা হয়েছে। ২ সেপ্টেম্বর সকাল থেকে দলীয় নেতাকর্মীদের নয়াপল্টন কার্যালয়ের সামনে সমবেত হতে নির্দেশ দেয়া হয়েছে।