‘প্যারোল নয়, জামিন পাওয়া খালেদা জিয়ার ন্যায়সঙ্গত অধিকার’

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি নাচক করে দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের নেত্রীর প্যারোলে চাই না, জামিন চাই। জামিন পাওয়া তার ন্যায় সঙ্গত অধিকার। কারণ এই মামলায় অন্য সব আসামী জামিনে আছেন।

রবিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি, খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তবে আমরা কোনো প্যারোলের কথা বলিনি। আর যে কোনো মূল্যে বেগম জিয়াকে মুক্তি করতে হবে। আর সেই জন্য মুক্তির আন্দোলনে নেমেছি।

মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না। তার কারণ হলো পিজি হাসপাতাল সরকারের নিয়ন্ত্রণে থাকে। এজন্য আমরা তাকে ব্যক্তিগত চিকিৎসক দিয়ে সেবা দিতে বলছি।