পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে ‘ভুখা মিছিল’

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে অনশনে থাকা পরাজিত প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা ‘ভুখা মিছিল’ করেছে।

মিছিলে অংশ নিয়ে অনশনকারী দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। অসুস্থরা হলেন, আলমাহমুদ তাহা এবং সোহেব অনন্ত। তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ভুখা মিছিল শুরু হওয়ার আগে আল মামুন তাহা বলেন, আমাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে দেখা করতে আসেননি। তবে দুজন শিক্ষক আসছিলেন। তারা আমাদের সহানুভূতি দেখিয়ে গেছেন।

অনশনরত রাফিয়া তামান্না জানান, আমাদের শরীরের অবস্থা খুব খারাপ; মনের জোরে বেঁচে আছি। তবে আমরা যতক্ষণ বেঁচে আছি, ততক্ষণ আমাদের দাবিতে অটল থাকব।