দুই জেলার হামলা নিয়ে বিশেষজ্ঞদের চুল ছেড়া বিশ্লেষণ

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯

  • সারা দেশে এখন ভিপি নুরকে নিয়ে ভাবনা।

সোশ্যাল মিডিয়াতে এখন এই নিয়েই গরম খবর প্রচার হচ্ছে। রাজনীতিবিদরা চুল ছেড়া বিশ্লেষণ করছে ভিপি নুরের আগামীতে কি প্রভাব পরবে ।কিন্তু সবাই মনে প্রশ্ন কেন এতো ক্ষুব্ধ ছাত্রলীগের?বিশেষজ্ঞদের চিন্তাভাবনা কি সত্যি প্রতিফলন হবে?

 

এই সকল প্রশ্ন নিয়ে আমাদের স্টাফ রিপোর্টার  মোস্তাফিজুর রহমানের  প্রতিবেদন;

DR. Asif nuzrol তিনি উনার ফেইসবুক টাইম লাইনে লিখেন,”ছাত্রসমাজের সবচেয়ে বড় প্রতিনিধি, ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর একের পর এক হামলা চালাচ্ছে ছাত্রলীগ। বাম ছাত্রসংগঠন, ছাত্রদল, মানবাধিকার সংগঠন কেউ এর প্রতিবাদ করছে না, কেউ তার পাশে এসে দাড়াচ্ছে না। রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানও এই অরাজকতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কারো যেন কোন বিকার নাই এতে!

এমন একটা বাংলাদেশ কখনো কল্পনা করেছিলাম আমরা?”

  • ভিপি নুরের উপর হামলার ঘটনার পর বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাষ আমিন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন।

যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘ছাত্রলীগ মারতে মারতে নুরুল হক নুরুকে ডাকসুর ভিপি বানিয়ে দিয়েছে। আর কী বানাতে চান? ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার আয়োজন পন্ড করেছেন, বগুড়ায় মেরেছেন। কেন? নুরের অপরাধ কী? ডাকসুর ভিপি হিসেবে তো বটেই, একজন সাধারণ নাগরিক হিসেবেও নুরুল হক নুরের দেশের যে কোনো জায়গায় যাওয়ার, ইফতার করার অধিকার আছে। বেআইনী কিছু হলে, সেটা দেখার জন্য পুলিশ আছে। ছাত্রলীগকে কে এই ক্ষমতা দিয়েছে, নুরকে ঠেকানোর, আইন হাতে তুলে নেয়ার? একটা কথা বলি যত মারবেন, নুর কিন্তু তত বড় নেতা হবেন। ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়ায় যারা ডাকসু ভিপি নুরুল হক নুরের ইফতার আয়োজন পন্ড করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।’

সাংবাদিক  খালেদ মহিউদ্দিন লিখনঃ

  • ডাকসু ভিপি নুরকে মারছে ছাত্রলীগ, যেখানে পাওয়া যাচ্ছে বা মারতে ইচ্ছে করছে, সেখানেই মারছে৷ আমার ধারণা, তাঁকে মারা হচ্ছে সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমোদনেই৷ কারণ, তাঁকে মার দেওয়ার প্যাটার্নটা মোটামুটি একরকম৷ প্রথমে পুলিশ অনুমতি দেবে না, তা ইফতার হোক, সংবাদ সম্মেলন বা যে-কোনো জমায়েত৷ তারপর ছাত্রলীগের কর্মী-নেতারা এসে তাঁকে মেরে-ধরে উঠিয়ে দেবে বা শুইয়ে দেবে৷ পরে বলবে, হালকা ধাক্কাধাক্কি বা সাজানো নাটক৷ নুরের মার খাওয়া, অজ্ঞান হওয়া সবই নাটক!

মাননীয় প্রধানমন্ত্রী, আমার খুব জানতে ইচ্ছে করে, আপনি কোনটা বিশ্বাস করেন? ব্রাহ্মণবাড়িয়া বা বগুড়ায় তাঁকে মারা হয়নি, নাটক বা হালকা ধাক্কাধাক্কি হয়েছে, সেটা? নাকি, ডাকসু ভিপি হওয়ার পর আপনি নূরকে ডেকে নেওয়ার পর সে যে, আপনাকে ‘মা’ সম্বোধন করে আপনার আশীর্বাদ চাইলো, সেটা? আমার কেন জানি মনে হয়, কেউ একজন আপনাকে বুঝিয়েছে যে, সরাসরি সরকারি দলের সমর্থন না করলেই সে আপনার শত্রু; আর কোনো-না-কোনোভাবে শত্রু আপনাকে দমন করতে হবে৷ আর আপনার শত্রু দমনের প্রাথমিক দায়িত্ব নিয়েছে পুলিশ ও ছাত্রলীগ৷

নুর ডাকসুতে জিতে অনেককে চমকে দিয়েছে, এই সময়ে বিরোধীপক্ষের কেউ কোনো নির্বাচনে জিতে যাবে, সেটি কেউ বিশ্বাস করে না৷ কিন্তু সরকারের বাইরের মতও যে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আছে এবং তাদের কেউ কেউ যে কোথাও কোথাও নির্বাচনে জয়ী হওয়ার মতো ধৃষ্টতাও দেখিয়ে ফেলেছেন, এটি বোধ হয় আপনার আশেপাশের গুরুত্বপূর্ণদের বিশ্বাস হচ্ছে না৷ অনেকে আবার অন্য ষড়যন্ত্রের কথাও বলছেন, বলছেন, নুর আপনাদেরই লোক৷ তাঁকে মারতে মারতে ভিপি করা হয়েছে, এরপর হয়তো তাঁকে এমপি বা মন্ত্রীও করা হবে৷

হবে হয়তো, নুরকে হয়তো মন্ত্রীই করা হবে৷ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি খেয়াল করে দেখুন, আমরা আপনাকে কীরকম দেখি? আর সেটা একটা ‘গণতান্ত্রিক সরকারের’ প্রধান হিসেবে আপনার জন্য সন্মানজনক কিনা৷

নুরকে মারধর করা হয়ত খুব ক্ষুদ্র একটা বিষয়, অনেক বড় একটি দেশ আপনি চালাচ্ছেন, কিন্তু কেন জানি ছোট এই ঘটনাটিকেই আমার মনে হচ্ছে, পুরো দেশের এই সময়ের প্রতিচ্ছবি৷ আইন-কানুন বা সংবিধান নয়, আপনি যাকে, যেভাবে রাখবেন, তাকে সেভাবেই থাকতে হবে, যেতে হবে৷