তীব্র দাবদাহে রাবিতে প্যান্টের ওপর লুঙ্গি পরে মিছিল

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯
রাবিতে সোমবার প্যান্টের ওপর লুঙ্গি পরে শিক্ষার্থীদের মিছিল। ছবি: টাইমস বিডি


বৈশাখের তীব্র দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। রাজশাহীর নগরজীবনে এই তাপমাত্রার প্রভাব আরও বেশি। সোমবার রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

এ যেন গরমের বিরুদ্ধে এক আন্দোলন। শিক্ষার্থীদের এই অভিনব পদচারণা দৃষ্টি কেড়েছে সবার।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর থেকে লুঙ্গি পরে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা গরমের সঙ্গী, আমাদের লুঙ্গি ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার রাজশাহীতে তাপমাত্রা আরও বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে।