ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে তিতুমীর কলেজে মানববন্ধন

পারভেজ দেওয়ান পারভেজ দেওয়ান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

সোমবার সকাল ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে কয়েকশো সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় কলেজের শিক্ষার্থী মো. রিপন মিয়া বলেন বাংলার মাটিতে ধর্ষকের ঠাই নাই। যারা ধর্ষণ করে তাদের সর্ব্বোচ শাস্তির ব্যবস্থা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করার দাবি জানান। এবং ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন।

আরেক শিক্ষার্থী জুয়েল মোড়ল বলেন, অনতিবিলম্বে এই ধর্ষণকারীর গ্রেফতারের দাবি জানান এবং তার ফাসির দাবিতে সবসময় তিতুমীর কলেজ ছাত্রলীগ রাজপথে থাকবে। শুধু টকশোর মাধ্যমে নয় রাজপথে ধর্ষকের বিচারের দাবিতে নামার আহ্বান।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারী (রবিবার) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিশ্ববিদ্যালয়ের “ক্ষণিকা “বাস থেকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামেন। এসময় তাকে ধর্ষণ করে নির্জন জায়গায় রেখে যায়। রাত ১২ টার দিকে ঢামেক ওয়ান স্টপ ক্রাসিস (ওসিসি) তে ভর্তি করান তার সহপাঠীরা।