ঢাবির টিএসসিতে পুলিশ-শিক্ষার্থী হাতাহাতি

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ফাইল ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এক পুলিশ ও শিক্ষার্থীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পেছন থেকে শিক্ষার্থীর গায়ে পুলিশের মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।

আহত শিক্ষার্থীর নাম এলিচ আল মাহমুদ আকাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষ)। আর আহত পুলিশ সদস্য হলেন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ট্রাফিক সার্জেন্ট সুমন আহমেদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাহেব আলী যুগান্তরকে বলেন, হাতাহাতি ও মারামারির একটা ঘটনা ঘটে। সার্জেন্ট সুমনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেন, আমরা উভয় পক্ষের কথা শুনেছি। যেই দোষী হোক, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে