ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহারের দাবি রাবি ছাত্রদলের

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের সংলাপ কমিটিকে ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার করাসহ ১৪ দফা দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের রাবি শাখা। মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রক্টর দপ্তরে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের সংলাপ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সংলাপে এসব দাবি জানানো হয়।

তাদের দাবিগুলো হলো- রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার পূর্বেই ক্যাম্পাস ও হলসমূহে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত, রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের জন্য সকল ছাত্র সংগঠন ও সর্বদলীয় শিক্ষকদের সমন্বয়ে পরিবেশ পরিষদ গঠন এবং ক্যাম্পাস ও হলে রাজনৈতিক ছাত্র সংগঠনের সহাবস্থান কমপক্ষে ৬ মাস যাচাই, ক্যাম্পাসে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মকান্ডের উপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার, ক্যাম্পাস ও হল থেকে অতি দ্রুত পুলিশ ক্যাম্প এবং সকল পুলিশ প্রত্যাহার, রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সবার কাছে গ্রহণযোগ্য সর্বদলীয় শিক্ষকদের সমন্বয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী নির্বাচন কমিশন গঠন, রাকসু নির্বাচনের লক্ষ্যে ভোট কেন্দ্রসমূহ একাডেমিক ভবনে স্থাপন এবং ভোট কেন্দ্রসমূহ সিসি ক্যামেরার আওতায় এনে প্রজেক্টরের মাধ্যমে তা প্রচার।

এছাড়া রাবিতে অধ্যয়নরত শুধুমাত্র নিয়মিত ছাত্রদের দ্বারাই ভোটার তালিকা প্রণয়ন, সুষ্ঠুভাবে নির্বাচনের লক্ষ্যে সকল ছাত্র সংগঠন ও সর্বদলীয় শিক্ষকদের মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, ভোট কেন্দ্রে সাংবাদিকদের অবাধ বিচরণের সুযোগ প্রদান এবং ভোটের দিন ও ফলাফল প্রকাশের সময় সকল সাংবাদিকদের নির্বিঘ্নে সংবাদ প্রচারে কোন প্রকার বাধা প্রদান না করা, রাকসু নির্বাচনের পূর্বে সকল হলে শুধুমাত্র মেধার ভিত্তিতে সিট বণ্টন করে আবাসিকতা প্রদান এবং হলসমূহ সম্পূর্ণরূপে বহিরাগত মুক্ত করা, বিগত ১০ বছরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সকল ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাস ও হল থেকে সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার, একটি কার্যকরী ছাত্রসংসদ গঠন করতে রাকসু সভাপতি ও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, সকল মতাদর্শের শিক্ষকদের সমন্বয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি সর্বদলীয় নির্বাচনী পর্যবেক্ষক দল গঠন এবং স্বাধীনভাবে তাদের কাজ করার সুযোগ প্রদান এবং কোন বিশেষ ছাত্র সংগঠনকে রাকসু নির্বাচনে বিশেষ সুবিধা প্রদান না করা।

এ ব্যাপারে সংলাপ কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, সংলাপে জাতীয়বাদী ছাত্রদলের নেতাকর্মীরা অনেকগুলো দাবি জানিয়েছে। তাদের দাবিগুলো আমরা পর্যালোচনা করে দেখবো।

এসময় বিশ্ববিদ্যালয়ের সংলাপ কমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দার, সদস্য রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ, রাবি শাখা জাতীয়বাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী, সামসুদ্দিন চৌধুরী সানিন, রাশেদ আলী, প্রচার সম্পাদক মেহেদী হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও সহ-আইন সম্পাদক আহসান হাবিব।