কাশ্মীর ইস্যুতে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম, ভারতীয় পণ্য বর্জনের ডাক

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৯

ভারতে মুসলিম নিধন ও জম্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা ভারতের সংবিধান থেকে সরিয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠেছে সমালোচনা ও প্রতিবাদের ঝড়। পাশাপাশি ভারতীয় যাবতীয় পণ্য বর্জনের দাবিতেও উত্তাল সামাজি মাধ্যমগুলো। গত ০৭ আগস্ট বুধবার সামাজিক যোগাযোগ ফেসবুক গ্রুপ ‘ফিফটিন মিনিটস’ থেকে এমন দাবি জানানো হয়। ভারতীয় পণ্য বর্জনের দাবি প্রথমে ‘ফিফটিন মিনিটস’ থেকে শুরু হলেও তাৎক্ষনিক তা ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রুপে। এবং তার সমর্থনে ইউটিউব, ট্যুইটারসহ ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইল থেকেও ভারতের মানবতাবিরোধী কর্মকান্ডের প্রতিবাদ জানায় বিভিন্ন সচেতন মহল।

ভারতের ইতিহাস বর্বরচিত হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিক্রিয়া হসেবে ভারতীয় পণ্য বর্জনকে সাধ্যানুপাতে স্বতন্ত্র প্রতিবাদ হিসেবেও আখ্যায়িত করেছেন অনেকে।

ভারতের বর্জনীয় পণ্যের তালিকায় রয়েছে-

> এয়ারটেল (Airtel)

> Lays chips, Kurkure chips

> Cadbury, Chlormint, Alpenliebe, centerfresh, mentos, air action, chocolate

> Hajmola, Dabur products [হাজমলা, ডাবুর চবনপ্রাস, ডাবুরের সব পণ্য]

> Parle G এবং অন্যান্য ভারতীয় বিস্কুট।

> Micromax, Hitech, Karbonn, Lava মোবাইল সেট।

> Maruti, Swaraz Mazda, Tata, Hindustan গাড়ি ও ট্রাক।

> Bajaj pulsar, TVS, Hero Honda, Yamaha (India Made)

> Videocon, Whirlpool (India Made)

> Titan ঘড়ি

> VLCE, Dermo viva, Chic, Veet, Vatika (Dabur), Medimix, Set Wet, Softee, Himalaya, Garnier, Lakme (লাকমে) কসমেটিকস, ফেসওয়াশ, মেকাপ আইটেম ও ক্রিম.

> Colgate (India Made), Meswak, Dabur Red, Active টুথপেস্ট

> Jatak, Set wet, Wild Rain deodorant spray (পারফিউম ও স্প্রে)

> Cello, Montex, Nataraj, Camel পেন্সিল, রঙপেন্সিল, কলম, রঙ।

> Whisper toiletries.

> Asian Paint, Fevicol.

> Raymond ফেব্রিক ও টেইলর.

> সবরকম Dabur (ডাবর), Godrej (গোদরেজ) ও Amul (অমল) পণ্য।

> Birla Ultratech Cement বিড়লা আলট্রাটেক সিমেন্ট ও বিড়লার সব পণ্য

> Ujala (ঊজালা), হুইল (Wheel) সাবান, নীল ও Detergent

> দোকানে পেঁয়াজ, রশুন, ডাল কেনার সময় ইন্ডিয়ান এর পরিবর্তে অন্যটা খুঁজবেন।

> Soffola gold সয়াবিন তেল, Dalda বনস্পতি।

> Parachute নারিকেল তেল।

> Hero, Atlas সহ অন্যান্য ভারতীয় সাইকেল ও ভারতীয় সাইকেল পার্টস।
> Hawkins, Prestige প্রেসার কুকার ও ক্রোকারিজ
> Archies greetings card

> Arvind, Raid & Tailors ভারতে তৈরি সার্ট, প্যান্ট ও সুট এর কাপড়

> সানন্দা, আনন্দলোক (ভারতীয়), stardust সহ অন্যান্য ভারতীয় বিনোদন ম্যাগাজিন

> ভারতীয় শাড়ি ও অন্যান্য জামা

>Starplus, Zee, Sahara সহ সব ভারতীয় Channel

এছাড়া দেশী পন্য ব্যবহারের প্রতি তাগিদ করা হয়েছে।