কসবা ছাত্র অধিকার পরিষদের অর্থায়নে ব্রিজ নির্মাণ

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২০

ব্রাহ্মণবাড়িয়া জেলার  কসবা উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নতুন কাঠের ব্রিজ নির্মাণ করে৷

পূর্বে  এখানে রাস্তা ছিল,রাস্তা ভেঙে যাওয়ার পর গ্রামবাসীর চলাচলে বিঘ্ন ঘটে। এতে মহিলা মাদ্রাসার ভিতর দিয়ে বিপরীত রাস্তা হিসেবে বেছে নেই গ্রামবাসী।

এই শঙ্কটময় অবস্থা দেখে, ছাত্র অধিকার পরিষদ কসবা উপজেলার  নেতা কর্মীরা মিলে সেখানে একটি ব্রিজ নির্মানের প্রস্তাবনা হাতে নেয়৷

এরই ধারাবাহিকতায় ,আজ রোববার কসবা উপজেলা শিমরাইল গ্রামের ব্রিজটি নির্মাণ কাজ শেষ হয়। এতে গ্রামবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে।

ছাত্র অধিকার পরিষদ কসবা উপজেলার আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, আমরা কসবা উপজেলাতে এই ধরণের সামাজিক কাজ চালিয়ে যাব।

সদস্য সচিব আলাউদ্দিন হোসাইন নিলয় বলেন , আমরা পূর্বে করোনা সচেতনতা মূলক ক্যাম্পেইন করেছি, মাস্ক বিতরণ করেছি , সামনে আরো সামাজিক কাজ করে যাব,  ইনশাআল্লাহ !

 

গ্রামের মুরুব্বি আব্দুর রউফ বলেন, এই ব্রিজ হওয়ার কারণে গেরামবাসী অনেক উপকার অইছে। আমরা কসবা ছাত্র অধিকার পরিষদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷

কাঠের ব্রিজটি নির্মাণে শ্রম দিয়ে সহায়তা করেছে ,

সংগঠনের থেকেঃ
মুসা ভূইয়া (যুগ্ম আহবায়ক)

রিয়াদ(যুগ্ম আহবাায়ক)

নাঈম(সদস্য

ইব্রাহিম (তাহসান)(যুগ্ম আহবাায়ক)

রাকিব ভূইয়া (সদস্য)

জিলানী(সদস্য)

সাহাদাত সরকার আবির(সদস্য)