করোনায় ৬০ টি গাড়ি ও ৫ টি দোকান স্প্রে করে শাবিপ্রবি ছাত্র অধিকার পরিষদ

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা মুক্ত করার লক্ষ্যে সম্পূর্ণ ক্যাম্পাসে স্প্রে করে ছাত্র অধিকার পরিষদ ,শাবিপ্রবি শাখা  ।

আজ বিকাল ৪ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু করে সম্পূর্ণ ক্যাম্পাসের সকল গাড়ি ও দোকান পাট স্প্রে করে।

শাবিপ্রবি শাখার সভাপতি রিপন মাহমুদ বলেন , আমরা প্রায় ৬০ টা গাড়ি ও ৫ টি দোকান স্প্রে করি।আমার আগামীতে এই কার্যক্রম চালু রাখব।

শাবি শাখার সাধারণ সম্পাদক  মোস্তাফিজুর রহমান বলেন, আমরা পূর্বে গরিব ,দিনমুজুরিদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছি, আজকেও আমরা তাদের মধ্যে কিছু স্যানিটাইজার বিতরণ করেছি ।

সহ-সভাপতি আদনান বলেন ,আমাদের এই সংগঠন দুঃখী মানুষের পাশে সর্বদা ছিল,আছে থাকবে।

যুগ্ম সাধারণ সম্পাদক  মুফাসসাল আহমেদ বলেন, আমরা ক্যম্পাসে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাব।

 

এছাড়া আরো উপস্থিত  ছিলেন,ইমরান খান, আব্দুল্লাহ আল গালিব,তাকরীমুল হাসান সহ প্রমুখ।