উপনির্বাচন নিয়ে শনিবার সিদ্ধান্ত নেবে বিএনপি

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

জাতীয় সংসদের শূন্য হওয়া ৫টি আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আগামী শনিবার সিদ্ধান্ত নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘বিএনপি’। মঙ্গল রাতে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে হওয়া বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। দলটির একাধিক স্থায়ী কমিটির নেতাদের থেকে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির এক নেতা বলেন, শনিবার দলের পরবর্তী স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আজকের বৈঠকে চলমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদেন শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আজকের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহামদু চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহামুদ টুকু প্রমুখ যুক্ত ছিলেন।