
ঢালিউডের হার্টথ্রব আরিফিন শুভ এবার টলিউডে নিজের যাত্রা শুরু করলেন ঋতুপর্ণা সেনগুপ্তর ‘আহারে’ দিয়ে। ছবিতে অরিফিন একজন শেফ’র চরিত্রে অভিনয় করছেন।
আরিফিন শুভ জানান, ‘‘ঋতুপর্ণা সঙ্গে এর আগে আমি বাংলাদেশে একটি ছবি করছি। তবে টলিউডে যাত্রা শুরু করলাম তার সঙ্গেই। এই ছবির গল্প আমাকে এতটাই প্রভাবিত করেছে যে, আমাকে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে এসেছে।’’
ঢালিউডে বিশেষত কমার্শিয়াল ছবিতেই অভিনয় করেছেন আরিফিন শুভ। তবে পরিচালক রঞ্জন ঘোষের ছবি ‘আহারে’ ছবিতে একদম অন্য ধরনের চরিত্রে তাকে দেখতে পাবে দর্শক। আাগামী মে মাসেই শুরু হচ্ছে আরিফিন শুভর এই নতুন ছবির শ্যুটিং। আর সেখানে তার চরিত্র বেশ চমকদার।