
শপথ নিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : অসুস্থতার কারণে হুইল চেয়ারে এসে একাদশ জাতীয় সংসদে সদস্য হিসেবে শপথ নিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
রোববার বেলা সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শারমিন চৌধুরি তাকে শপথ বাক্য পাঠ করান।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অসুস্থ এরশাদ সিএমএইচএস থেকে হুইল চেয়ারে করে সংসদ ভবনে যান। এসময় তার হাতে ক্যানুলা (স্যালাইন দেয়ার নল) ঢুকানো ছিল। শপথ শেষে আবার ওই হাসপাতালে যাওয়ার কথা রয়েছে সাবেক এ রাষ্ট্রপতির।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মেজর (অব.) খালেদ আখতার, ব্যরিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপিসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা।