শিবগঞ্জে ডিসপেন্সার বসিয়ে অবৈধ ভাবে তেল বিক্রির অভিযোগ

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরব স্ট্যান্ডে দোকানের মধ্য ডিসপেন্সার বসিয়ে অবৈধ ভাবে জ্বালানী তেল বিক্রির অভিযোগ উঠেছে রাংঙ্গা ও লিটন নামের দুই ভাইয়ের বিরুদ্ধে।

অয়েল কোম্পানী ও বিস্ফোরক অধিদপ্তরের কোনরুপ অনুমোদন ছাড়াই ডেসপেন্সারী বসিয়ে তেল বিক্রির অভিযোগের সংবাদ পেয়ে (১৫ জুলাই) বুধবার সরেজমিনে গেলে দেখা যায় ঐ ডেসপেন্সারী হতে তেল বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে ব্যবসায়ী দুই ভাই রাঙ্গা ও লিটন বলেন, আমাদের অবশ্যই বৈধ কাগজপত্র আছে, অফিসিয়াল কোন ব্যক্তি আসলে বা তলব করলে তাকে দেখাবো। কোন সাংবাদিকদের কাগজ দেখানো যাবেনা। যমুনা ওয়েল কোম্পানির এজিএম জসিম উদ্দিন বলেন, তেলের পাম্প ছাড়া কোন দোকানের মধ্য এভাবে ডিসপেন্সারী বসানোর কোন নিয়ম নেই। তিনি আরও বলেন, রাঙ্গা নামে এই অঞ্চলে আমাদের কোন ডিস্ট্রিবিউটর নেই।

এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির জানান, দোকানের মধ্য এ ধরনের ডিসপেন্সারী বসানোর বিরুদ্ধে কোন অভিযোগ পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। তবে সচেতন একটি মহল বলেছে, কিছুদিন আগে এই উপজেলার কিচক বাজারে এমন দোকান থেকে বিস্ফোরণ হয়ে পুরো মার্কেট আগুনে পুড়ে ছাঁই হয়েছিলো, এমন ঘটনা আমরা আর দেখতে চাইনা।