সিলেটে ধ্বংস করা হল সাড়ে পাঁচ কোটি টাকার মাদক

প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯
4 SYLHET

সিলেটে সাড়ে পাঁচ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে সিলেটে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর দপ্তরের বাস্কেটবল গ্রাউন্ডে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১ জুন পর্যন্ত বিজিবি ৪৮ ব্যাটালিয়ান অধিভুক্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

আজ ধ্বংস করা মাদকদ্রব্যর মধ্যে রয়েছে ৩৬ হাজার ৮৭ বোতল ভারতীয় মদ, ১ হাজার ৬৫৯ লিটার বাংলা মদ, ১ হাজার ৮১২ বোতল ভারতীয় বিয়ার, ২ হাজার ২৭২ বোতল ফেনসিডিল, ২৫৭ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা ও ৩ লাখ ৮৪ হাজার পিস ভারতীয় বিড়ি। এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বলে জানায় বিজিবি।

মাদকদ্রব্য ধ্বংসের সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি, এসি ছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ মিনহাজ উদ্দিন প্রমুখ।