শিক্ষার্থীকে হল থেকে বের করে দেয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে এক বৈধ শিক্ষার্থীকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে। অভিযোগকারী শিক্ষার্থী মুনকির কাজী এ ব্যাপারে শাহপরাণ হলের প্রভোস্ট বরাবর এক অভিযোগপত্র দাখিল করেছেন।

অভিযোগপত্রে তিনি বলেন, ‘আমি শাহপরাণ হলের ‘বি’ ব্লকের ২১৫নং রুমে ভর্তি আছি। বুধবার ভোর রাতে শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাবেক সভাপতি (বহিষ্কৃত) সঞ্জীবন চক্রবর্তী পার্থ’র কিছু সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে অমার রুমে প্রবেশ করে। এ সময় তারা আমাকেসহ রুমের বাকি তিন বৈধ শিক্ষার্থীকে হল থেকে বের করে দেয়।’

হল প্রভোস্ট শাহেদুল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এমনটি হয়ে থাকতে পারে। তবে অভিযোগকারীর বিরুদ্ধেও ইতিপূর্বে বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছে। এসব বিষয় খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, ‘কাউকে হলে উঠানো অথবা হল থেকে বের করে দেয়ার দায়িত্ব ছাত্রলীগের না। ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলেও সেটার দায় দায়িত্ব আমি নিব না।’

প্রসঙ্গত, মুনকির কাজী নিজেও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।