বাড়িতে গাজার গাছ লাগিয়ে সেবন, যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মে ৫, ২০২০

ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব : ঠাকুরগাঁওয়ে অভিনব কায়দায় গাজা গাছ লাগিয়ে গাজা সেবনের জন্য এক যুবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

৫ মে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌদ্দহাত কালীতলা নিবাসী মোঃ মনতাজ(৩২) পিতা মৃত রুস্তম আলীর নিজ বাসায় ৩টি গাঁজা গাছ লাগিয়ে সেই গাছের পাতা শুকিয়ে খাওয়া অভিযোগ ।

গোপন সংবাদের ভিত্তিতে নিবাসী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন তাৎক্ষণিকভাবে সেই ব্যাক্তির বাসায় সদর থানার পুলিশ ফোর্সসহ গিয়ে তার বাসার থেকে ৩টি উদ্ধার করে। এবং সেই গাছগুলো উপড়ে ফেলে ধ্বংসের নির্দেশ দেন,এসময় তিনি তাকে জিজ্ঞেস করলে তিনি গাঁজা সেবন করেন বলে স্বীকারোক্তি দেন। অভিনব কায়দায় গাজা গাছ লাগিয়ে গাঁজা সেবনের জন্য তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রমম্যান আদালতের পরিচালক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

তিনি আরও বলেন, মাদকমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলার সদর উপজেলায়। প্রতিটি সচেতন নাগরিককে উদ্যোগ সফল করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।