বগুড়া জেলা পুলিশের ভিন্নধর্মী উদ্যোগ

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মে ৩, ২০২০

শিবগঞ্জ থান পুলিশ কর্তৃক উদ্ধার করা ৫১০০ কেজি চাল আজ ৩মে (রবিবার) সকাল ১১টায় আদালতের নির্দেশে পুলিশের ব্যবস্থাপনায় উপজেলার ১২টি ইউনিয়নে নভেল করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়েছে।

বগুড়া পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার শিবগঞ্জ থানায় এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সার্কেল এসপি কুদরতে খোদা শুভ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, তদন্ত ওসি সানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মণ্ডল সহ থানায় সকল কর্মরত ব্যক্তিবর্গ। চালগুলো পরবর্তীতে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়।

গত ১১/০৪/২০২০ তারিখে শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫১০০ কেজি চাল উদ্ধার করে জব্দ করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে উদ্ধার হওয়া চালগুলো পুলিশের ব্যবস্থাপনায় বিতরণের আবেদন জানালে বিজ্ঞ আদালত প্রকৃত দুস্থদের মধ্যে বিতরণ করার নির্দেশনা প্রদান করেন।

বগুড়া জেলা পুলিশ শিবগঞ্জ থানার তরফ থেকে ২ কেজি করে আলু এবং ১০ কেজি চাল দিয়ে মোট ১২ কেজির প্যাকেট করে ৫০৫টি পরিবারের মধ্যে বিতরণ করার ব্যবস্থা নেয়া হয়েছে।