বগুড়ায় শেয়াল ধরার ফাঁদে যুবকের মৃত্যু

মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯

বগুড়ার গাবতলীতে ব্রয়লার মুরগীর খামারে শেয়াল ধরার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জিত কুমার (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নাড়ুয়ামালার হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে প্রেরণ করেছে। নিহত সঞ্জিত গাবতলীর পুরান বাজার এলাকার চুনিলালের ছেলে। সে একই গ্রামের মামুন মণ্ডলের মুরগির খামারে চাকরি করত।

গাবতলী থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন জানান, ওই গ্রামের মুরগির খামারের কর্মচারী ছিল সঞ্জিত। খামারের চারপাশে শেয়াল ধরার জন্য জি.আই তার দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছিল। রাতে সব কাজ শেষে ঘুমানোর আগে ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। অসাবধানতাবশত রাতের কোনো এক সময় ফাঁদের তারে বিদ্যুৎস্পৃষ্টে সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শজিমেকের মর্গে প্রেরণ করেছে।