বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে ভাংচুর আগুন

প্রকাশিত: ২:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

বগুড়া (কাহালু) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার বাগইল গ্রামে নির্বাচনী সহিংসতায় নিহত আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা ডুয়েলের মরদেহ দাফনের আগে বিক্ষুব্ধ জনতা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও আড্ডাস্থলে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

জানা গেছে, ঢাকায় আইনগত প্রক্রিয়া শেষে ডুয়েলের মরদেহ বৃহস্পতিবার রাতে কাহালুর বাগইল গ্রামের বাড়িতে আনা হয়। শুক্রবার সকাল থেকে শত শত মানুষ সমবেদনা জানাতে তার বাড়িতে ভিড় করেন। বেলা সাড়ে ১২টার দিকে বাগইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার প্রস্তুতি নেয়া হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা আসামি বিএনপির নেতাকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত বাগইল গ্রামে বন্ধু সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি কার্যালয়ে হামলা চালায়। তারা অফিস ভাংচুরের পর আসবাবপত্র বাইরে এনে আগুন দেয়। এরপর পলাতক আসামি আমজাদ হোসেন ও মাহমুদ আলীর বাড়িতে ভাংচুর করেন। পরে কাহালু পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।