বগুড়ায় জাল টিপসই দিয়ে ইউপি সদস্যের চাল আত্মসাৎ!

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০

বগুড়া সদরের নামুজায় ইউপি সদস্য কর্তৃক ১০ টাকা কেজির রেশন কার্ডে জাল টিপসহি দিয়ে চাল
উত্তোলন করে আত্মসাত করার অভিযোগ উঠেছে।

অভিযোগ ও স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায়, দেশব্যাপী সরকারের খাদ্যবান্ধব কর্মসূচী আওয়াধীন বিগত ২০১৬ অর্থবছরে প্রদত্ত
নিম্নবিত্ত মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়ার জন্য রেশন কার্ড তৈরির তালিকা প্রণয়ন করার সময় নামুজা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন তার ওয়ার্ডে নিম্নবিত্ত রেশন কার্ড সুবিধাভোগীদের ছবি ও ভোটার আইডি কার্ডের ফটো সংগ্রহ করেন।

রেশন কার্ড তৈরি হওয়ার পর ইউপি সদস্য কার্ডগুলি নিজের কাছে রেখেছেন। অতঃপর সম্প্রতি সরকারের কঠোর আইনী ব্যবস্থার চাপে নিজের সংরক্ষণে থাকা রেশন কার্ডগুলি বিতরণের পর সুবিধাভোগীরা বুঝতে পারে তাদের নামীয়
কার্ডে জাল টিপসহি দিয়ে কয়েক দফায় চাল উত্তোলন করা হয়েছে।

গত ২২ এপ্রিল (বুধবার) সরেজমিনে গিয়ে ১১৮২ নং কার্ডধারী মনিরার আছে জানতে চাইলে তিনি জানান, ‘রেশন কার্ড তৈরির নামে কাগজপত্র জমা নিয়েছিলেন ইউপি সদস্য ফারুক হোসেন। কয়েকমাস পর হঠাৎ গতকাল রাতে আমার কার্ডটি হাতে পেয়ে দেখি পূর্বে এই কার্ডে জাল টিপসই দিয়ে কয়েকবার চাল উত্তোলন করা হয়েছে, যে ব্যাপারে আমি অবগত নই।’ আবার ১১৭১ নং কার্ডধারী কুলছুমাও একই রকমের অভিযোগ করেন।

২২ এপ্রিল বুধবার দুপুরে নামুজা ইউপির ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে নামুজা ইউপি চেয়ারম্যান এস.এম রাসেল মামুন জানান, যে ফারুক মেম্বারের চাল কেলেঙ্কারী বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত কমিটি করে দিয়েছিলাম সে রিপোর্ট
মোতাবেক মেম্বরের অনিয়ম প্রমানিত হয়েছে তার বিরুদ্ধে স্থানীয় সরকার আইন ও বিধান মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে  ।