‘কাফনের কাপড় নিয়ে হাতপাখার কর্মীরা কেন্দ্রে থাকবেন ইনশাআল্লাহ’

প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : ‘কাফনের কাপড় নিয়ে হাতপাখার কর্মীরা ভোটকেন্দ্রে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছিলাম দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ কমিশনের মাধ্যমে কতটুকু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ইতোমধ্যেই তা জনগণ বুঝতে পেরেছে। যদি ভোট কারচুপির ইচ্ছা থাকে, তবে নির্বাচন দেয়ার কি প্রয়োজন ছিল? ’

শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ আসনে হাতপাখার প্রার্থী মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম। দলটির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিবৃতিতে ভোটারদের উদ্দেশ্যে হাতপাখার প্রার্থী বলেন, আপনারা সকাল সকাল কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। যদি কেউ এতে বিঘ্নতার সৃষ্টি করে, তাদের সমুচিত জবাব দেয়ার ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ। আমার হাতপাখার নেতাকর্মীরা ইতোপূর্বেই তাদের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন। তারা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য কাফনের কাপর সঙ্গে নিয়ে কেন্দ্রে অবস্থান করবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, যদি আওয়ামী লীগের ভোট কারচুপির ইচ্ছা থাকে, তবে নির্বাচন দেয়ার কি প্রয়োজন ছিল? ঘোষণা দিয়ে আবারও ক্ষমতা থাকলেইতো হতো।