ইফতার পার্টিতে করোনা পজিটিভ ব্যক্তি, ১০ বাড়ি লকডাউন

প্রকাশিত: ৩:৩৬ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০

মানিকগঞ্জের সিংগাইরে করোনা পজিটিভ ব্যক্তি ইফতার পার্টিতে যোগ দেয়ায় এক ব্যক্তির বাড়িসহ ১০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসভার গোলড়া মহল্লার পশ্চিমপাড়ার এক ব্যক্তি। করোনার লক্ষণ দেখা দিলে বুধবার মানিকগঞ্জ সদর হাসপাতালে টেস্টের জন্য নমুনা দেন তিনি। শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু এর মধ‍্যে শুক্রবার প্রতিবেশীর বাড়িতে আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেন ওই ব্যক্তি। এতে অনেকেই তার সংস্পর্শে আসে।

এদিকে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানার নেতৃত্বে ওই ব্যক্তির বাড়িসহ ১০ বাড়ি লকডাউন করে দেন। সিংগাইর পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিশনার মো. হারুন উর রশিদ খানকে তদারকির দায়িত্ব দেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ১০ বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।