
রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজের ইশতিয়াক অমি (২০) নামে এক ছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
অমি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার শ্রীরামপুর এলাকার মাসুদ আহমেদের ছেলে। সে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
আত্মহত্যাকারী অমি’র বন্ধু রাসেল জানান, দুপুরে বাবার সঙ্গে পারিবারিক বিষয়ে অমির কথাকাটাকাটি হয়। এরপর অমি নিজ ঘরে চলে যান। বিকাল ৫টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কিন্তু সাড়া না পেয়ে পরে দরজা খুলে দেখা যায়, ফ্যানের সঙ্গে অমির দেহ ঝুলছে। এ ব্যাপারে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, অমির লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শবাগারে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।