
বগুড়ার ধুনট পৌর এলাকায় নৌকা প্রতীকের পক্ষে শোডাউন করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয় থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা নৌকার মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, সহসভাপতি জামিল আহমেদ, রুবেল তালুকদার, আবু তাহের মল্লিক, এসএম শামীম আহমেদ. রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, জাফর ইকবাল খাঁন সেলিম, শাহীন আলম রঞ্জু, পৌর কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান।