
ঝিনাইদহ সদরে সড়ক দুর্ঘটনায় শিমুল মন্ডল নামের এক আলম সাধু চালক নিহত হয়েছেন। আজ সকালে বাড়িবাথান নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত শিমুল মন্ডল বাড়িবাথান গ্রামের খোকন মন্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, জেলা সদরের বাড়িবাথান গ্রামের আলম সাধু চালক শিমুল মন্ডল ভাটাই যাচ্ছিল। এসময় বাড়ি বাধান নামকস্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহতের পরিবার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।