যানজট নিরসনের দাবিতে কিশোরগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

যানজট নিরসনসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে ইজিবাইক মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ সোমবার দুপুরে শহরের কালীবাড়ি সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভা কার্যালয়ে গিয়ে মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করে।

ইজিবাইক মালিক ও শ্রমিকরা অভিযোগ করেছেন, শহরের যানজট নিরসনের লক্ষ্যে ২০১৬ সালে পৌর কর্তৃপক্ষ ব্যাটারিচালিত ৬০০ ইজিবাইক থেকে ছয় হাজার টাকা করে এবং ব্যাটারিচালিত রিকসা থেকে তিন হাজার টাকা করে নিয়েছিল। কিন্তু দীর্ঘ প্রায় দুই বছরেও পৌর কর্তৃপক্ষ যানবাহনকে কোন শৃঙ্খলায় আনতে পারেনি। তারা আরও অভিযোগ করেন, নির্ধারিত ইজিবাইক ও রিকসার বাইরে দশ হাজারেরও বেশি ব্যাটারিচালিত যানবাহন চলাচল করছে। ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে অতি যানজট। এতে করে মালিক ও শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন।

আগামী সাতদিনের মধ্যে তাদের দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেছেন তারা।

এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌর ইজিবাইক মালিক সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি গিয়াস উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ তুহিন প্রমুখ।