
চাঁপাইনবাবগঞ্জের কালেক্টরিয়েট এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই নারী সদর উপজেলার আতাহির এলাকার আজিজুর রহমানের মেয়ে মৌসুমি (৩৪) বলে জানা গেছে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) গোলাম কবির জানান, রবিবার সকালে কালেক্টরিয়েট এলাকার অক্ট্রয় মোড়ের একটি আম বাগানে এক নারীর হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।