
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ জামায়াত-বিএনপির ৩৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে জেলা পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে-দৌলতপুরে ২০ জন, কুমারখালীতে ৩ জন, মিরপুর ২ জন, কুষ্টিয়া মডেল থানায় ২ জন, ইবি থানায় ১ জন, ভেড়ামারায় ৩ জন, এবং খোকসায় থেকে ৬ জনকে আটক করা হয়েছে।