বগুড়া-২: নাশকতা মামলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আটক!

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
প্রতীকী ছবি

বগুড়া (শিবগঞ্জ) প্রতিনিধি : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহ্ এমপি’র লাঙ্গল মার্কার নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। এসময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। ২১ ডিসেম্বর শিবগঞ্জ শনিবার উপজেলার মোকামতলা ইউনিয়নের কাগইলের রাস্তা নামক স্থানে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার অন্যতম আসামি -শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও বগুড়া জেলা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম।

বিউটি বেগমকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আটক করা হয়েছে। বুধবার রাত ৯টায় শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বগুড়া প্লাজা থেকে আটক করা হয়েছে। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান আটকের ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণ ঘটনায় তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের ছিল। মামলার প্রেক্ষিতে তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।