
প্রতীক পাওয়া পর থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে খুব জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকা-৫ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নবীউল্লাহ নবী। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন বিএনপির রাজপথ কাঁপানো এই নেতা।বৃহস্পতিবার সকালে ৪৯ নং ওয়ার্ডের যাত্রাবাড়ীর ধলপুর থেকে এদিন গণসংযোগ শুরু করেন তিনি।
ইতোমধ্যে ৫০ নং ওয়ার্ড, ৪৮ নং ওয়ার্ড, ডেমরার স্টাফ কোয়াটার, ধীতপুর ও ডগাইর বাজার, শনির আখড়ার গোবিন্দপুর বাজার, কাজলাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন নবীউল্লাহ নবী। এভাবে প্রতিদিন নেতাকর্মীদের নিয়ে এক একটি এলাকা চষে বেড়াচ্ছেন তিনি।
এ আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৭২৫। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩১৫৯২ এবং নারীভোটার ২,১৯১৩৩। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটনের ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে এ আসনটি গঠিত।