বগুড়ার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিশেষ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আব্দুর রহমান আব্দুর রহমান

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

২৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বিশেষ কমিটি বাতিলের প্রতিবাদে বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ও নিম্ন আদালতকে ভুল তথ্য দিয়ে বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অবৈধভাবে ম্যানেজিং কমিটি গঠন করে বিদ্যালয় পরিচালনা করার চেষ্টা করছে। তিনি আরও বলেন আপনাদের সদয় আবগতির জন্য জানাচ্ছি যে, এটা একটা অবৈধ কমিটি, বিশেষ কমিটি অর্থাৎ ৫০ ধারার বর্তমান নীতিমালা নাই। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ২০১৬ সালে উক্ত ৫০ ধারা বিশেষ কমিটি বাতিল করে দিয়েছে। এখানে নিম্ন আদালতের রায় কার্যকর হবেনা। তাই এই কমিটির অধীনে সকল ধরনের কার্যক্রম অবৈধ। এখানে আরও উল্লেখ্য যে, উক্ত রায়ের বিরুদ্ধে মহামান্য বগুড়ার শিবগঞ্জ সহকারী জজ আদালতে আপীল করা আছে এবং উক্ত আপীল বিচারাধীন অবস্থায় আছে। এ সময় উপস্থিত ছিলেন শ্যামল কুমার সাহা, আব্দুল হাই, ইউপি সদস্য আলম মন্ডল, নুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন, আরিফ হোসেন, এমএম তৌহিদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।