ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ডিইউজের

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, মে ১০, ২০২০

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। শনিবার সংগঠনের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী এই কালাকানুনটি প্রণয়নের সময়ই বার বার আপত্তি জানানো হয়েছিলো। এমনকি রাজপথের আন্দোলনও হয়েছে। তখন সরকারের পক্ষ থেকে আশ্বস্থ করা হয়েছিল যে- এর কোনো অপপ্রয়োগ হবে না। কিন্তু সরকার তার প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে ন্যাক্কারজনকভাবে সাংবাদিক ও ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে এই আইন ব্যবহার করছে জঘন্যভাবে। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে শুরুতেই সাংবাদিকদের মধ্যে যে ভীতি ছিল সেটি এখন ভয়ংকর রুপ নিয়ে গণমাধ্যম ও জাতির সামনে হাজির হয়েছে । এই আইনের ভয়ংকর রুপ দেখে সাংবাদিক সমাজ আজ উদ্বিগ্ন।

গণমাধ্যম ও নাগরিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের নিন্দা জানিয়ে ডিইউজে নেতারা বলেন, এই আইনে বেশ কয়েকজন সাংবাদিক ও লেখককে গ্রেফতার করা হয়েছে। সাধারণ নাগরিকরা রেহাই পাচ্ছেন না। সরকারের সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে।