বগুড়ার সেই অন্ধ পরিবারে পাশে দাঁড়ালেন এসপি আলী আশরাফ ভূঁইয়া

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : ‘যারা দু-মুঠো ভাত খেতে পারে না, পারে না ভাল কোন কাপড় পরিধান করতে! তাদের আবার ঈদ কিসের?’ মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে কোনমতে খেয়ে না খেয়ে বেঁচে আছে ১৪ জন দৃষ্টিপ্রতিবন্ধীসহ ২০ জনের এ পরিবারটি।

বগুড়ার সীমান্ত শিবগঞ্জের দাড়িদহ এলাকার প্রত্যন্ত অঞ্চলে তাদের বসবাস। সামাজিক সংগঠন জাগো বগুড়ার থেকে এমন সংবাদ পেয়ে স্ব-পরিবারে বগুড়ার মানবতাবাদী পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা ও পুনাক সভানেত্রী রোমেনা আশরাফ সন্তানসহ ছুটে আসেন। পুনাকের পক্ষ থেকে তাদের সবার হাতে তুলে দেন ঈদের নতুন জামা-কাপড়। তাদের ২০ জনের জন্য মাংসসহ ২ মাসের খাবার সামগ্রী। সেইসাথে ভালবাসা ভরা হাত দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী ছোট বাচ্চাদের আদর করেন।

বগুড়ায় এক পরিবারেই ১৪ জন দৃষ্টিপ্রতিন্ধী। ছবি- আব্দুর রহমান

লেখাপড়াসহ যাবতীয় সমস্যায় পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন। এ যেন অলিক স্বপ্ন ওদের কাছে, গ্রামবাসীর কাছে। এমন একটা প্রত্যন্ত গ্রামে একজন এসপি স্ব-পরিবারে আসবেন, এটা যেন তাদের বিশ্বাসই হচ্ছিল না। তাই একনজর দেখতে শত শত মানুষ ছুটে এসেছিল সেখানে। সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস! দৃষ্টিপ্রতিবন্ধীদের মুখে ছিল কান্না জড়িত আনন্দ! সত্যিই মানবতার অনন্য দৃষ্টান্ত।